রাবিতে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উদযাপন
১৪ই ফেব্রুয়ারি ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বেলা ১২টায় টুকিটাকি চত্বরে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
ছাত্র ইউনিয়ন রাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুর আবেদীন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাবি শাখার সভাপতি ফারুক ইমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক ফজলে রাব্বী, বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন, ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি আয়াতুল্লাহ খোমেনী।
সমাবেশে বক্তারা ১৪ই ফেব্রুয়ারীকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করার জন্য ছাত্রসমাজকে আহ্বান জানান এবং দেশে চলমান সকল স্বৈরাচারিতার বিরুদ্ধে আন্দোলন করার প্রতিজ্ঞা গ্রহণ করেন।
মন্তব্য চালু নেই