রাবিতে সাইকেল চুরির সময় একজনকে আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরি করার সময় একজনকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতের নাম মন্টু (৩০), তিনি নগরীর ছোটবনগ্রাম এলাকার আবু সাইদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবীন্দ্র ভবনের দক্ষিণ গেটের পাশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত তাদের সাইকেল রাখে। শনিবার দুপুর ১টার দিকে মন্টু নামের বহিরাগত ওই ব্যক্তি সেখানে একটি খাতার মধ্যে তালা কাটার ‘প্লাস’ নিয়ে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে একটি সাইকেলের তালা খোলার চেষ্টা করার সময় শিক্ষার্থীরা তাকে ধরে ফেলে। পরে তাকে মারপিট করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে মতিহার থানার ওসি আব্দুর রউফ বলেন, সাইকেল চুরির ঘটনায় একজনকে ধরে থানায় আনা হয়েছে। তাকে কয়েকদিন আগেও সাইকেল চুরির ঘটনায় গ্রেফতার করে চালান দেয়া হয়। কিন্তু আদালত থেকে জামিন নিয়ে সে বের হয়ে আসে। এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই