গোদাগাড়ীতে যুবলীগের দুইগ্রুপের সংঘর্ষ আহত ২

রাজশাহী: গোদাগাড়ীতে আওয়ামী যুবলীগের কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা অন্তত দুইজন আহত হয়েছেন।

শনিবার বিকেল গোদাগাড়ী উপজেলার মহনপুর ইউনিয়নের চেয়ারম্যনের সারের গোডাউনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ রোববার যুবলীগের কমিটি গঠন করা হবে। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদ আব্দুর রশিদ, গোদাগাড়ী উপজেলার মহনপুর ইউনিয়নের চেয়ারম্যন খাইরুল ইসলাম। তিনজন খাইরুল ইসলামের সারের গোডাউনে গোপন মিটিং করছিলো।

মিটিং শেষে তারা এলাকার লোকজনকে বলে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী বলেছেন, সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক টিয়াকে ভোট দিতে।

এ সময় সভাপতি পদ প্রার্থী নাসিম গ্রুপের লোকজন নাসিমকে বিষয়টি জানালে। নাসিম ও মমিন ঘটনাস্থলে এসে বদিউজ্জামানকে বলে আপনাদের যে এমপি জাহাঙ্গীর ও টিয়াকে সভাপতি সাধারণ সম্পাদক করতে হবে বলেছে আপনারা প্রমান করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যয়ে দুুইগ্রুপের মধ্যে সংঘর্ষে হয়। এতে দুইজন আহত হন।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফরহাদ জানায়, আমি এ বিষয়ে কিছু জানি না। তবে কেউ অভিযোগ করল ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই