রাবিতে বুধ ও বৃহস্পতিবার শিবিরের ধর্মঘট

ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ধর্মঘট ডেকেছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের তথ্য সম্পাদক শাহাবুদ্দিনের খুনিদের গ্রেফতারসহ ৬ দফা দাবিতে বুধবার ও বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা আসে।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও শিবিরের নেতা শাহাবুদ্দিনের খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করা, হলে বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও পুলিশি হয়রানি বন্ধ করা।

উল্লেখ্য, এর আগে রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে ৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয় ছাত্রদল।



মন্তব্য চালু নেই