রাবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার পর আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি ক্লাশ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, হরতাল-অবরোধ উপেক্ষা করে নবাগত শিক্ষার্থীদের বেশীরভাগই ওরিয়েন্টেশনে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান কয়েকটি বিভাগের ওরিয়েন্টেশনে উপস্থিত হন। এসময় সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই