রানীশংকৈল প্রেস ক্লাবের সঙ্গে কেন্দ্রীয় কমিটির জয় বাংলা লীগের সম্পাদকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেসক্লাবের সংঙ্গে গত ১১ এপ্রিল দুপুরে প্রেসক্লাব সভাপতি কুসমত আলী সভাপতিত্বে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়বাংলা লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাউল করিম বাবুলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন সাংবাদিক জাতির বিবেক, আপনারা স্বাধীনতার শক্তির পক্ষে কাজ করে যাবেন।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় প্রেস ক্লাব সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, অর্থ সম্পাদক পিয়ার আলী, দপ্তর সম্পাদক জাঙ্গীর আলম প্রমুখ। প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ রজোনী গন্ধা ফুলের তোরা দিয়ে অধ্যক্ষ সুজাউল করিমকে বরণ করেন।



মন্তব্য চালু নেই