বৈশাখকে সামনে রেখে কুমার-কুমারীদের ব্যস্ততা বেড়েছে

পহৈলা বৈশাখ আসন্ন। বৈশাখকে সামনে রেখে গ্রামীন মেলার বাজার ধরতে ব্যস্ত হয়ে পড়েছে কুমার-কুমারীরা। বসে নেই বাড়ীর বৃদ্ধ থেকে শিশুরা। তারা তৈরী করছে মাটির তৈরী ব্যাংক, সিংহ, হরিণ, সাপ, তৈজসপত্রসহ বিভিন্ন প্রকার জিনিস। যেন তাদের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। রাতে-দিনে সমানে কাজ করছে। কেউ তৈরী করছে, আবার কেউ শুকাচ্ছে আর কেউ রংয়ের কাজ করছে। শনিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের কুমারপাড়াতে গিয়ে দেখা যায় এরকম দৃশ্য।

রংয়ের কাজে ব্যস্ত থাকা সাধনা রানী পাল ও রেখা রানী পাল জানান, প্রতি বছর বৈশাখে একটা ভালো বাজার পাওয়া যায়। বিভিন্ন স্থানে মেলা বসে সেজন্য খুচরা বিক্রেতারা আগে ভাগেই অর্ডার দেয়। অর্ডার দিতে গিয়ে হিমসীম খেতে হয়। এখন দিনে রাতে কাজ করতে হচ্ছে। তবে বিগত বছরের চেয়ে এ বছর বেশি পরিমান অর্ডার পেয়েছি। সারা বছর এভাবে কাজ থাকলে ডাল ভাত খেয়ে বাজা যায়।



মন্তব্য চালু নেই