রানীশংকৈলে ২টি কোষ্টিপাথরের মূর্তি অাটক

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নেকমরদ ও উওরগাঁয়ে ২টি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। আনুমানিক যার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকারও অধিক।

বিজিবি গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে রাত ১২:৩০ মিঃ উত্তরগাঁয়ে (পৌর কাউন্সিলর মনোয়ারা মোয়াজ্জেমের বড় ভাই) হানিফের বাড়ি থেকে ১১ কেজি ৪০০গ্রাম ও নেকমরদের ভবানন্দ পুর হতে ৫২ কেজি ৮০০গ্রাম ওজনের কষ্টি পাথর আটক করে রানীশংকৈল থানায় নিয়ে আসে।

থানা অফিসার ইন্চার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে বিজিবি নাইভ সুবেদার বাতেন বলেন, আমরা এমন একটি অভিযান পরিচালা করে সফল হতে পেরেছি।

56789



মন্তব্য চালু নেই