রানীশংকৈলে নুরুজ্জামান ফিলিং স্টেশনের উদ্বোধণী অনুষ্ঠান
সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা অনন্তপুরে নুরুজ্জামান ফিলিং স্টশন উদ্বোধন অনুষ্ঠানের শেখ অাল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ অাওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌঃএম,পি-দিনাজপুর-২।
বিশেষ অতিথি ইয়াসিন অালী এম,পি,-ঠাকুরগাঁও -৩,এবং সেলিনা জাহান এম, পি-৩০১।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -শাহরিয়ার আজম মুন্না,মেয়র আলমগীর সরকার,উপজেলা অাওয়ামীলীগ সাঃসম্পসাদক তাজউদ্দিন,সভাপতি সইদুল হক,(ইউ,এন,ও) খন্দকার নাহিদ হাসান,ওসি রেজাউল করিম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলার ছাত্রলীগ,যুবলীগ ও কৃষকলীগের সকল নেতাকর্মীবৃন্দ।
এসময় সেলিনা জাহান লিটা এম পি বলেন- বঙ্গবন্ধু ও ৪ নেতার ভাষ্কর্য তৈরীর ব্যাপারে এম পি খালিদ মাহমুদ চৌধুরীর দৃষ্টি কামনা করেন।
এমপি খালেদ মাহমুদ চৌঃ বলেন -“একটি সময় মানুষ দু’বেলা খেতে পারতো না,এখন মানুষ পাঁচবেলা খেতে পারে।আপনারা চাইলে ঠাকুরগাঁওয়ে বে-সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা সম্ভব!অামার সর্বাতক সহযোগীতা থাকবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রানীশংকৈল ডিগ্রী কলেজ প্রভাষকএবং সমসাময়িক তুখোর উপস্থাপক প্রশান্ত কুমার বসাক।
মন্তব্য চালু নেই