রানীশংকৈলে আমন ধানের বীজ বিতরণের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৩০ এপ্রিল সকাল ১১ টায় উপজেলার চত্তরে ইউএনও আশরাফুল ইসলামের সভাপতিত্বে কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি উপ-পরিচালক আরসেদ আলী, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আঃ লীগ সভাপতি সইদুল হক, সম্পাদক তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও মাহফুজা বেগম পুতুল। কৃষকদের মাঝে নেরিকা চাষি ৩০ জন, রুফসী চাষি ৭০জন, প্রতি চাষি ১০ কেজি বীজ ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ বাবদ ৪০০ টাকা, আগাছা দমন ৪০০ টাকা করে ১০০ জন কৃষকের মাঝে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান।
রানীশংকৈলে রসুনপুরে ০.৮২ কি.মি বিদুৎতায়নের শুভ উদ্বোধন!!
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপি আঃ লীগ সম্পাদক রওশন আলীর সভাপতিত্বে লেহেম্বা ইউনিয়নের রসুনপুর গ্রামে ০.৮২ কি.মি বিদুৎতায়নের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, অধ্যক্ষ সামসুল হক, বিদুৎ পরিচালক নাসির উদ্দীন প্রমুখ।
মীরড়াঙ্গী হাইস্কলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মীরড়াঙ্গী উচ্চবিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা গেছে এ উপজেলার মীরড়াঙ্গী উচ্চবিদ্যালয়ের ৭ জন পুরুষ ও ৩ জন মহিলা সদস্য অভিভাবক নির্বাচনে অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে জলিল ২২০ ভোটে, খালিদুর ১৯৯ ভোটে, মখলেসুর ১৯২ ভোটে, মুকুল ১৮৯ ভোটে এবং মহিলা সদস্যা ফেন্সী বিজয়ী হন, পিজাইটিং আফিসারের দায়িত্বে ছিলেন বেলাল হোসেন রানীশংকৈল সহকারী মাধ্যামিক শিক্ষা আফিসার।
মন্তব্য চালু নেই