রানাকে বাদ দিয়েই ১৭জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

নকশা বহির্ভূতভাবে সাভারের রানা প্লাজা ভবন নির্মাণ করায় এর কর্ণধার সোহেল রানাকে বাদ দিয়েই ১৭জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দাবি, কাগজপত্রে রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানার বাবা মা হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বহুল আলোচিত এ জালিয়াতির ঘটনায় মামলার অনুমোদন দেয় দুদক। অনুমোদনের বিষয়ে নিশ্চিত করেন সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য।

যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন-সোহেল রানা বাবা আবদুল খালেক, মাতা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ওয়ার্ড কমিশনার মো: আলী, আর্কিটিটেক্ট একেএম মাসুদ রেজা, পৌরসভা মেয়র আলহাজ রেফায়েত উল্লাহ, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান, রাকিবুল হাসান রাসেল, ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো: আবদুল মোত্তালিব, সাবেক সচিব মর্জিনা খান প্রমুখ।



মন্তব্য করুন