রাতে দুরপাল্লার বাস চালাবেন না : আইজিপি
রাত নয়টার পর দুরপাল্লার বাস না চালানোর আহবান জানিয়েছেন পুলিশের আইজি শহীদুল হক। শনিবার বিকালে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান।
বৈঠক সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা উল্লেখ করে আইজিপি এমন আহবান জানিয়েছেন।
পরিবহন মালিকরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিলে তারা গাড়ি চালাতে আগ্রহী। কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে পেট্রলবোমা হামলায় সাতজন নিহত হওয়ার পর কক্সবাজার থেকে ঢাকাগামী বাস রাতে না চালাতে নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন। এরপর আজ পুলিশের পক্ষ থেকে গাড়ি না চালানোর এ আহবান এলো। আর আগে হরতাল অবরোধে গাড়ি চালালে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছিল সরকার।
মন্তব্য চালু নেই