রাতেই ভারতে যাচ্ছেন সালাহ উদ্দিনের স্ত্রী

ভারতে আটক হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ভারতের ভিসা পেয়েছেন। রোববার রাতেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা যাবেন তিনি।

স্বামীর সঙ্গে দেখা করতে কলকাতা থেকে শিলং যাবেন হাসিনা আহমেদ। বর্তমানে শিলং হাসপাতালে চিকিৎসাধীন আছেন সালাহ উদ্দিন আহমেদ।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি শিলং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সালাহ উদ্দিন আহমেদকে শিলং আদালতে সোপর্দ করা হচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দিল্লিতে নেওয়া হবে। সেখান থেকে ঢাকায় ফিরবেন তিনি। দিল্লিতে নেওয়ার আগে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই, ‘র’সহ একাধিক ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা শিলং এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

শিলং সরকারের উচ্চপদস্থ একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হতে পারে।

গত ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে গ্রেফতার করা হয় সালাহ উদ্দিন আহমদকে। এর আগে তিনি বাংলাদেশে ৬৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শিলং সিভিল হাসপাতালে কারাবন্দিদের জন্য নির্ধারিত সেলে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এই নেতা। তার পক্ষ থেকে ভারত সরকারের কাছে মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন করা হয়েছে।



মন্তব্য চালু নেই