রাতভর মদের আসর, সকালেই ৪ বন্ধুর মৃত্যু

চার বন্ধু মিলে বাংলা মদের আসর বসিয়েছিলেন। সেই সঙ্গে চলে আড্ডা, কত স্মৃতিই না উঠে আসে সেই আড্ডায়। কিছু না বলা কথাও মদের নেশায় বেরিয়ে আসে মুখ ফসকে।

কিন্তু রাত পোহাতে না পোহাতেই চার বন্ধু একে একে চলে গেলেন না ফেরার দেশেই। এমন কি তাদের নেশাও কাটেনি তখন। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়িয়াতে। বুধবার রাতে গঙ্গানগর পল্লিতে মদের আসরে বসেন চার বন্ধু। বাংলা মদ খেয়েই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ভোর রাতেই প্রথম মৃত্যু হয় অভিজিত্‍ করণ নামে এক যুবকের। কিছুক্ষণ পর তপন হালদার নামে আরো একজনের মৃত্যু হয়। সকালে মারা যান বাকি দুজনও। মৃত ওই চার ব্যক্তির মরদেহই ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পর স্থানীয়রা মাংলা মদের ঠেক নিয়ে থানায় অভিযোগ জানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই