রাণীশংকৈল প্রতিবন্ধী ও পুর্নবাসন কেন্দ্রে জেলা প্রশাসকের পরিদর্শন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও পুর্নবাসন কেন্দ্রে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ১২ অক্টোবর সোমবার দুপুরে পরিদর্শন করেন।

স্কুল সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ এমপি অধ্যাপক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও-৩ ও এমপি সেলিনা জাহান লিটা- ৩০১।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার নাহিদ হাসান, আ’লীগ সভাপতি সইদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌসি প্রমুখ।

বক্তরা সেলিনা জাহান লিটা এমপিকে এমন একটি প্রতিষ্ঠানের সৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার জন্যে ধন্যবাদ জানান। যা বর্তমান সমাজে নিতান্তই একটি ভালো কাজ বলে মন্তব্য করেন। জেলা প্রশাসক স্কুলটির ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করেন এবং তাদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন।

এমপি সেলিনা জাহান লিটা বলেন, আমার বাবার নামে স্কুলটি প্রতিষ্ঠিত হলেও আমার এলাকায় প্রতিবন্ধী সোনার ছেলে-মেয়েরা শিক্ষা-দীক্ষায় আলোকিত মানুষ হবে এই আমার চাওয়া।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৪০ জনের বেশি ছাত্র-ছাতী রয়েছে। অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তাদের আবাসন ব্যবস্থা।



মন্তব্য চালু নেই