রাণীশংকৈল-কাঠালডাঙ্গী প্রধান সড়কটি হুমকির মুখে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে সফিকুল ইসলাম শিল্পী :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুর উপজেলার কাঠালডাঙ্গীর প্রধান সড়কটি মেসার্স নূরজাহান ফিলিং ষ্টেশনের সামনে রাস্তার উপর ব্রীজের উত্তরে পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় বর্ষার সময় রাস্তার উপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হয়। ফলে রাস্তার ভাঙ্গনের সৃষ্টি হয়। ফিলিং ষ্টেশনের মালিক মিজানুর রহমান জানান, গত বর্ষায় পানির স্রোতে সড়কের ভাঙ্গনের সৃষ্টি হয়। এতে হাজার হাজার মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এসময় খবর পেয়ে এলজিইডি কর্তৃক মাটি ভরাট করা হয়। রাস্তার পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে আবারো বর্ষায় সড়কটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সূত্র জানিয়েছে, উপজেলা প্রকৌশলীর অবহেলায় রাস্তাটি হুমকির মূখে দাঁড়িয়েছে।
রাস্তার দক্ষিন পূর্বদিকে কেবি কলেজ, দক্ষিনে কাঠালডাঙ্গী নামক হাট, হাটের মাঠে সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউপি কাউন্সিল, হাটের পূর্বে কাঠালডাঙ্গী দাখিল মাদ্রাসা, পশুহাসপাতাল, ভুমি অফিস রয়েছে। উপজেলার প্রধান সড়কটি দিয়ে ছাত্র-ব্যবসায়ী, চাকুরীজীবি, কৃষক সহ অসংখ্য জনগণ এবং ভাড়ী যানবাহন চলাচল করে থাকে। বর্তমানে রাস্তাটি হুমকির মূখে । ভুক্তভোগীরা রাস্তার পার্শে বিকল্প ড্রেনেজ নির্মানের দাবী জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট । এব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম জানান, বিষয়টি তিনি ইতো মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।



মন্তব্য চালু নেই