রাণীশংকৈলে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের ভারত সফর

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নয়নপুর গ্রামের আব্দুল খালেক হোটেল ব্যবসায়ী’র ছেলে আহসান হাবিব (৯) ৬ষ্ঠ শ্রেণী ভান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সে আগামী ১০ জানুয়ারী হতে ১৭ জানুয়ারী পর্যন্ত বাংলাদেশ স্কাউট এর পক্ষ থেকে ভারত সফর করবে।

ভান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ রায় বলেন- আমার বিদ্যালয়ের সুনাম অক্ষুন রাখতে সারা দেশের ৩১ জন স্কাউটের মধ্যে সে নির্বাচিত হয়েছে।

এ দিকে বাংলাদেশ স্কাউট ও জেলা কাব লিডার ফয়জুল ইসলাম বলেন বৃহত্তম রংপুর বিভাগে শুধু মাত্র আহসান হাবিব নির্বাচিত হয়েছে যা আমাদের জন্য গৌরবের বিষয়।

উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন বলেন বাংলাদেশ স্কাউটের মাধ্যমে আহসান হাবিব বিদেশ সফর করছে তা আমাদের জন্য সত্যিই প্রশাংসা করা বিষয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিবের সফরে যাওয়ার বিষয়টিকে অভিনন্দন জানান।



মন্তব্য চালু নেই