রাণীশংকৈলে বিষ পানে এক গৃহিনীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ১১ অক্টোবর রোজ রবিবার বাক্সা সুন্দরপুর আবুল কালামের স্ত্রী জরিনা (৩৬) বিষ পানে আত্মহত্যা করে।

প্রক্ষদর্শী মতে- সকাল ১১ টার সময় এই ঘটনা ঘটে এবং রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা ২৮/১৫ রুজু হয়েছে। রাণীশংকেল অফিসার ইর্ন্চাজ সুকুমার মহন্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই