রাণীনগরে হিরোইনসহ আটক-১
নওগাঁর রাণীনগরে ১৫ পুড়িয়া হিরোইনসহ রবিউল ইসলামকে (৩৫) আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। রবিউল ইসলাম রাণীনগর উপজেলার খট্ট্রেশ্বর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
এএসআই মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর বাসষ্ট্যান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রবিউলের কাছে ১৫ পুড়িয়া হিরোইন পেয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান।
মন্তব্য চালু নেই