রাণীনগরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টা ও সরিষা বীজ ও রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে রাণীনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সার বীজ বিতরণ করেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম এমপি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকের মাঝে ৭ লক্ষ ৪৫হাজার টাকার প্রতিজন কৃষককে এক বিঘা সরিষা ফসলের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২শ’ জন কৃষকের মাঝে ২ লক্ষ ৭৭ হাজার ২শ’ টাকার প্রতিজন কৃষককে এক বিঘা ভুট্টা ফসলের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই