রাণীনগরে ইমাম ও মোয়াজ্জেমদের মতবিনিময় সভা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে গতকাল শনিবার উপজেলার ইমাম, মোয়াজ্জেম ও ওলামা মাশায়েকের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আ’লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন আলী খাঁন, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ মিঞা, সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, ইসমালিক ফাউন্ডেশন রাণীনগর শাখার ফিল্ড অফিসার আকবর আলী সাহেব,উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসেন,উপজেলা ইমাম সমিতির সভাপতি আবুল হোসেন প্রমুখ।
সভা পরিচালনায় দায়িত্বে ছিলেন নারায়নপাড়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাও: আব্দুল আলিম।
মন্তব্য চালু নেই