রাণীনগরের কাশিমপুর ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনা
নওগাঁর রাণীনগরের ২নং কাশিমপুর ইউপি’র ২০১৫-১৬ইং অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় কাশিমপুর ইউপি’র চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু’র সভাপতিত্বে ওই পরিষদের হল রুমে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুল রহমান বাঘা, বীরমুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বেদারুল ইসলাম, রফিকুল আলম বাবু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কাশিমপুর ইউপি’র পক্ষ থেকে চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু ২০১৫-১৬ইং অর্থ বছরের জন্য ৫ কোটি ৫৯ লাখ ৩শ’ টাকার বাজেট ঘোষনা করেন।
মন্তব্য চালু নেই