রাজ্জাক এখনো মিয়ানমারে

টেকনাফের নাফ নদী থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার চার দিন শেষ হয়েছে শনিবার। কিন্তু তাকে এখনো ফেরত দেয়নি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বিজিবির পক্ষ থেকে কয়েকবার পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিজিপি থেকে এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি।

নাফ নদীর লালদিয়া এলাকা থেকে বুধবার সকালে রাজ্জাককে ধরে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রাজ্জাক রইগ্যাদং পুলিশের হেফাজতে রয়েছে।

বিজিবি বলছে, আটক রাজ্জাককে ফেরত চেয়ে কয়েক দিন যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি।

এ বিষয়ে বিজিবি ও বিজিপির মধ্যে বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দরের ডাকবাংলোতে পতাকা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমার বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় বৈঠক হয়নি।

শুক্রবার আবার যোগাযোগ করা হলে বিজিপি জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া রাজ্জাককে ফেরত দেওয়া সম্ভব নয়।

এ ব্যাপারে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বলেন, ‘আমাদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পতাকা বৈঠক হওয়ার কথা, কিন্তু এখনো মিয়ানমার থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি, ‍খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাকে ফিরিয়ে আনতে পারব।’



মন্তব্য চালু নেই