রাজীবপুরে দুই মডেল শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা !
পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা দেখা দেয় স্কুল মাঠে। তার ওপর বাজারের পানি গড়িয়ে জমা হয় ওই মাঠে। ফলে পুরো বর্ষার সময়ই জলাবদ্ধ অবস্থায় থাকে শিক্ষা প্রতিষ্ঠান দু’টির মাঠে। জলাবদ্ধতার ফলে সহজেই ময়লা আবর্জনায় ভরে যায়। তখন দুর্গন্ধে স্কুলে অবস্থান করা যায় না। এ চিত্র কুড়িগ্রামের রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজীবপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠের।
আজ রবিবার সরেজমিনে ওই দুরাবস্থার চিত্র পাওয়া গেছে। বিশাল মাঠের দক্ষিন, পূর্ব-পশ্চিম পাশে হাইস্কুলের ভবন আর উত্তর পাশে প্রাইমারী স্কুলের ভবন। এসময় ৭ম শ্রেণির ছাত্র রাসেল আহমেদ বলে, ‘স্কুল মাঠে সব সময়ই পানি জমে থাকে। আমরা খেলাধুলা করতে পারি না। সারাক্ষন স্কুল কক্ষে বসে থাকা লাগে।’ ৮ম শ্রেণির শিরিনা আক্তার বলে, ‘মাঠের পানি গন্ধ করে। তখন ক্লাশে থাকা যায় না।’ মডেল প্রাইমারী স্কুলের একটি ভবনে তো পানি ছুঁই ছুঁই করছে। ময়লা-আবর্জনার পানিতে শিশুরা খেলছে। এতে শিশুদের নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান বলে, ‘আমগর ক্লাশের মদ্দেও পানি ওঠে বৃষ্টির সময়।’
রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দিন বলেন, ‘স্কুল মাঠের এ দুরাবস্থার চিত্র জানানো হয়েছে কর্তৃপক্ষকে। এমনকি ইউএনও স্যার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়ে মাঠের চিত্র দেখানো হয়েছে।’ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও একই ধরণের কথা জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। যাতে টিআর বা কাবিখা প্রকল্প দিয়ে মাঠ ভরাট করার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, বিষয়টি আমার জানা আছে। ওখানে শুধু মাঠ ভরাট করলে হবে না। বড় ধরণের ড্রেনেজ ব্যবস্থাও করতে যাতে পানি বের হয়ে যেতে পারে।
মন্তব্য চালু নেই