রাজারহাটে দিনব্যাপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক কৃষি মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে আধূনিক চাষাবাদ, অভিযোজিত কলা-কৌশল, তথ্য ও প্রযুক্তি উন্নয়ন বিষয়ক দিনব্যাপি কৃষি মেলার আয়োজন করা হয়।
বুধবার মেলার উদ্বোধন করেন ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেয়ারা-বাংলাদেশের পাথ ওয়েজ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা লাইভস্টোক অফিসার ডা. সাইদুর রহমান, আব্দুল মোমিন, আরজুমান আরা, খুরশীদা বেগম, ইন্দ্রজিত বালা, জোসনারা প্রমূখ।
স্থানীয় কৃষকদের আধূনিক চাষাবাদ ও অভিযোজিত কলা-কৌশল সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি স্টল অংশগ্রহণ করে। মেলায় প্রযুক্তি তথ্য ও পণ্য উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তর, প্রাণি সম্পদ অধিদপ্তর, তথ্য সেবা কেন্দ্র, এসিআই, নার্সারী মালিক, ইয়োন মেডিসিন কোম্পানী, বীনা ব্রী, স্বপ্ন প্রকল্প প্রমূখ। কেয়ারা-বাংলাদেশের পাথ ওয়েজ প্রকল্প ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে মেলার আয়োজন করে। মেলায় ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই