রাজাপুর প্রেসক্লাব সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান
আল আমিন, ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের ঐতিহ্যবাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যুগান্তর প্রত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল বারেক ফরাজীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল রবিবার আছর নামাজবাদ রাজাপুর থানা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন রাজাপুর থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আমিনুল ইসলাম নেছারী।
উক্ত দোয়া আনুষ্ঠানে রাজাপুরের সাংবাদিক সহ সর্বস্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও তার স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনি ১৯ এপ্রিল মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য চালু নেই