এলাকায় বিরাজ করছে বাঘ আতঙ্ক!
রাজাপুরে ৫টি মেছো বাঘ শাবক আটক করেছে এলাকাবাসী
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ের দিঘিরপাড় এলাকার নতুন রাস্তার পার্শবর্তী পরিত্যক্ত স্থান থেকে ৫ টি মেছো বাঘ শাবক আটক করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা দেখার পর সদ্য প্রসূত বাঘ শাবকগুলো আটক করে।
পরে তারা বিষয়টি রাজাপুর ইউএনও ও থানা পুলিশকে অবগত করলেও বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন বা বন বিভাগের দায়িত্বশীল কেউ বন্যপ্রানী মেছো বাঘ শাবকগুলো উদ্ধার বা অবমুক্ত করার কোন উদ্যোগ গ্রহন করেনি।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, দুপুরের দিকে ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী কয়েকজন পথচারী বাঘের শাবকগুলোর কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে দেখে। বাঘ শাবক পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন গিয়ে বাঘের শাবক গুলো বস্তায় ভর্তি করে লোকালয়ে নিয়ে আসে। স্থানীয়রা এগুলো মেছো বাঘের বাচ্চা বলে নিশ্চিত করেছেন। সরেজমিনে জানা গেছে, গত কয়েকমাস যাবৎ ওই এলাকার জঙ্গলে চিতা বাঘের উপদ্রব লক্ষ করে এলাকাবাসী। স্থানীয়দের বেশ কয়েকটি ছাগলছানা, হাঁস-মুরগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। বর্তমানে ওই বাঘ শাবকগুলো স্থানীয়দের হেফাজতে রয়েছে। শাবকগুলোর পেলেও ওই স্থানে বড় কোন মেছো বাঘ দেখেনি স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেনের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
মন্তব্য চালু নেই