রাজাকারদের নতুন তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতা বিরোধীশক্তিসহ সকল রাজাকারদের নতুনভাবে তালিকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের পরিপূর্ণ তালিকাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল। কিন্তু জামায়াত-বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন এ সব সরিয়ে নেওয়া হয়েছে। তাই আবার নতুন করে দেশের থানা পর্যায়ে সকল স্বাধীনতাবিরোধীদের তালিকা করা হবে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জনগণকে পুড়িয়ে মেরে ক্ষমতায় যেতে চান তিনি। অস্ত্র দিয়ে মানুষ মেরে নয়, ক্ষমতায় আসতে হলে জনগণকে ভালবেসেই আসতে হবে। বঙ্গবন্ধু প্রমাণ করে গেছেন বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি।’

তিনি বলেন, ‘বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আর এটা সহ্য করতে না পেরে খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে সাধারণ জনগণকে পুড়িয়ে মারছেন।’

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক লায়ন সামসুল হুদা, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদী প্রমুখ।



মন্তব্য চালু নেই