রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবাস্তব : সিপিডি

নতুন বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবাস্তব বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়ায় একথা জানানো হয়।

সিপিডির সিনিয়র ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী যে প্রস্তাবনা করেছেন তা বাস্তবায়ন কঠিন হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলে অগ্রগতির পথ কঠিন হতে পারে। তাই এই অগ্রগতির পথ আরো সহজ করা জরুরী।

শিক্ষাখাতে বরাদ্দ বাড়লেও স্বাস্থ্য খাতের অবস্থা শোচনীয় বলে তিনি জানান।

তিনি শিশু বাজেট সম্পর্কে বলেন, এবারের বাজেটে সব থেকে ভালো একটি দিক শিশু বাজেট। তবে জেলা বাজেট বাদ দেওয়াটা ভুল বলে মনে করেন তিনি।

এ সময় বাজেটের বিভিন্ন খাতে পাঁচটি কমিশন গঠনের দাবি জানানো হয় সিপিডির পক্ষ থেকে।

গতকাল বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেটের পরদিনই সিপিডি তাদের পর্যালোচনা জানায়।

সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির পক্ষে পর্যালোচনা পাঠ করেন। স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।



মন্তব্য চালু নেই