রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসকদের হামলায় সাংবাদিক আহত, প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় প্রায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছেন সাংবাদিকরা।

জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত এক রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগে তার ভাই রোজের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক সাথে হাতাহাতি হয়। এর জেরে সেখানে থাকা অন্য রোগীর অভিভাবকদের সঙ্গেও চিকিৎকদের হাতাহাতি হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

খবর পেয়ে হাসপাতালে সাংবাদিক ছুটে যান। এ সময় সাংবাদিকদের সাথেও শিক্ষানবিশ চিকিৎসকদের কথাকাটাকটি চলে। পরে ইন্টার্ন চিকিৎসকরা জড়ো হয়ে ওই ওয়ার্ডে হামলার চেষ্টা চালায়। এসময় পুলিশ ওয়ার্ডের গেটে তালা মেরে দেয়।

পরবর্তীতে ইন্টার্ন চিকিৎসকরা ওয়ার্ডে গেটের তালা ভাঙার চেষ্টা করলে সেই ছবি তুলতে গেলে তারা সাংবাদিকদের উপর হামলা চালায়।

জানা যায়, প্রায় অর্ধশত ইন্টার্ন চিকিৎসক হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। পরে হামলার খবর পেয়ে সাংবাদিক সংগঠনের নেতা ও রাজশাহীর সকল গণমাধ্যমের সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুরো ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা রাতেই হাসপাতালে সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এ সময় সাংবাদিকরা দায়িত্বে অবহেলার জন্য ওসি সাইদুর রহমানকে প্রত্যাহারসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানালে রাতেই তাকে প্রত্যাহার করে নেয়া হয়।



মন্তব্য চালু নেই