রাজশাহীর বাঘায় ৪২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বাঘায় উপজেলার চাঁইপাড়া বালুরঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোর ৫টার দিকে ব্যাটালিয়নের মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি দল উপজেলার চাঁইপাড়া বালুরঘাট থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করে।

বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, চোরাচালান প্রতিরোধে এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় ৪২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা।

তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে য়ায়। এবিষয়ে কাউকে আটক করা করতে পারে নি বিজিবি।



মন্তব্য চালু নেই