রাজশাহীতে হরতালে স্বাভাবিক জীবনযাত্রা, গ্রেপ্তার ৫২

রাজশাহীতে হরতালে জীবনযাত্রা স্বাভাবিক আছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহীজুড়ে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল। চলমান অবরোধের পাশপাশি চলছে এ হরতাল। আইন-শৃংখলা বাহিনী কঠোর অবস্থানের কারণে দুপুর ৬ টা পর্যন্ত রাস্তায় নামতে পারেনি হরতাল সমর্থকরা নেতাকর্মীরা।

এদিকে, রাজশাহী জুড়ে আলাদা অভিযানে বিএনপি ও জামায়াতের ৮ কর্মীসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরের দিকে বিএনপি-জামায়াতের ৮ কর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদেরও আগের মামলায় আদালকের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে, নাশকতা এড়াতে স্পর্শকাতর পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। নগরীজুড়ে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‌্যাব ও বিজিবি। অব্যহত রয়েছে গোয়েন্দা তৎপরতাও। যান চলাচলও ছিল স্বাভাবিক।



মন্তব্য চালু নেই