রাজশাহীতে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২

রাজশাহী: রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, আরিফুল ইসলাম (৩২) ও আরোহী আনোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর বিনোদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক আরিফুল ইসলাম মহানগরীর দেবিশিংপাড়ায় ও আনোয়ার হোসেনের বাড়ি শিরোইল বাস টার্মিনাল এলাকায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে মতিহার থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার আগেই বাস রেখে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

rajshahi .death news by aashiq 17-04--2015

মহানগরের মতিহার থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিনোদপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর যাত্রীবাহী একটি বাস ( মেহেরপুর-ব-৭) একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে বাসের চাকায় মোটরসাইকেল চালকের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে চালক ও হেলপার কৌশলে বাসটি থামিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকার কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেনের মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই