রাজশাহীতে চার ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে নগরীর চার ব্যবসায়ীকে আঠার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়, কোর্ট স্টেশন ও ভেড়ীপাড়া মোড় এলাকায় বাজার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ফডার অফিসার আশরাফুজ্জামান, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি আকতারুল আহসান, অধিদফতরের দুইজন কর্মচারী এবং সার্বিক নিরাপত্তা বিধানে এএসআই সালেমের নেতৃত্বে আরএমপির পাঁচজন সদস্যের একটি টিম সহায়তা করেন।

ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় মেসার্স শাহমখদুম ফুডকে ৬ হাজার টাকা, কোর্ট স্টেশন এলাকায় মেসার্স রাজ্জাক হোটেলকে ২ হাজার টাকা, মেসার্স লাবণ্য সুইটসকে ৪ হাজার টাকা ও ভেড়ীপাড়া মোড় এলাকায় মেসার্স তুবা স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তাদেরকে ভোক্তা অধিকারবিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ক্রেতা-ভোক্তার মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। ওই এলাকায় আরো ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।



মন্তব্য চালু নেই