রাজবন বিহারে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রান্ত রনি, রাঙামাটি : রাঙামাটির অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পর্যটকদের কাছে বিবেচিত হয় রাজবন বিহার। কিন্তু বর্তমান সময়ে রাজবন বিহারে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিহার কৃতপক্ষ।

মন্দির কৃতপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট করছে, বিভিন্নভাবে ভক্তদের হয়রানিও করেছে। পর্যটকেরা মন্দিরের বিভিন্ন মূর্তি স্পর্শ করে এমনকি পূজার আসনে বসে মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।

কৃতপক্ষ আরো জানায়,অনেক পর্যটক জুতা নিয়েও মন্দিরে প্রবেশ করে। তাদের বাধা দিয়ে বাকবিতণ্ডা তৈরি হয়েছে।অনেক সময় মন্দিরের কর্মকর্তারা হুমকি-ধমকির মুখেও পড়েছেন।

এমন ঘটনার প্রেক্ষিতেই বিহার কর্তৃপক্ষ পর্যটকদের জন্য রাজবন বিহার ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবনের স্বর্ণ মন্দির টি গত ২০ই ফেব্রুয়ারি ২০১৬ তে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করে দেয়। পরে তা প্রায় নয় মাস পর ১৬ই নভেম্বর আবার খুলে দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই