রাজন হত্যার হোতা কামরুল সৌদিতে আটকের পর যা বললো [ভিডিও]
সিলেটে সামিউল আলম রাজন (১৩) হত্যার অন্যতম প্রধান আসামী কামরুল ইসলাম সৌদি আরবের জেদ্দায় গ্রেপ্তার হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে আটক করে করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী পরে তাকে স্থানীয় পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসেন জেদ্দা থেকে খবরটি নিশ্চিত করে বলেন, কামরুলের নামে যেহেতু সৌদি আরবে কোনো মামলা নেই, তবে তাকে বাংলাদেশেই ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হবে সৌদি পুলিশের কাছে।
এদিকে কামরুল ইসলামকে গ্রেফতারের পর একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। যেখানে দেখা যায় একটি মাইক্রোবাসে এনটিভির একজন প্রতিনিধিকে কামরুলের সাথে কথা বলতে, এসময় কামরুল শিশু রাজনকে নির্মম ভাবে পেটানোর কথা স্বীকার করে। তবে তিনি শিশুটিকে ছেড়ে দেয়ার জন্যও বলেছিল বলে ওই প্রতিনিধিকে জানায়।
শিশু রাজনকে নির্মম হত্যায় আরো কয়েকজন অংশগ্রহণ করে বলেও সে স্বীকার করে, এসময় ময়না নামে এক চৌকিদারের নামও প্রকাশ করে কামরুল। এরপর কামরুলকে হাত জোড় করে মাফ চাইতেও দেখা যায় ভিডিওটিতে।
দেখুন ভিডিওটি……
https://youtu.be/JE20l78v1rE
মন্তব্য চালু নেই