১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

রাজনৈতিক দলের প্রস্তাব করা নাম থেকেই শেষ পর্যন্ত ১০ জনকে বেছে নিয়ে সার্চ কমিটি। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ ভুঁইয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বানের পর তারা যে নামগুলো দিয়েছিল সেখান থেকেই প্রাথমিকভাবে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করে সার্চ কমিটি। পরে ওই তালিকা থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটির সদস্যরা। চূড়ান্ত এ তালিকাটি রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে রওনা হয়েছেন।

সোমবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির দুই ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

আবদুল ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘বিশিষ্ট ১৬ ব্যক্তির সুপারিশ অনুযায়ী ১০ জনকে চূড়ান্ত করেছে সার্চ কমিটি।’

এই তালিকা প্রকাশ করা হবে কিনা এর প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘এটা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দলের কাছে এবারের নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছে সার্চ কমিটি।’



মন্তব্য চালু নেই