রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির তালিকা চেয়েছে ইসি

সাতদিনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির তালিকা রিটার্নিং কর্মকর্তাকে দিতে বলা হয়েছে।
বুধবার রাজনৈতিক দলগুলোর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠিতে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দল চেয়ারম্যান পদে একজনকে মনোনয়ন দিতে পারবে। একাধিক মনোনয়ন দেয়া হলে ওই দল মনোনিত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
রাজনৈতিক দলগুলোকে তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী, নমুনা স্বাক্ষারসহ একটি চিঠি রিটার্নিং অফিসারকে জমা দেয়ার জন্য নিবন্ধিত দলগুলোকে নির্দেশ দেয়া হলো।
এর তালিকার অনুলিপি কমিশনকেও দেয়ার নির্দেশ দিয়েছে ইসি।
মন্তব্য চালু নেই