রাজনীতি-টুতে আছেন ক্যাটরিনা বাদ রণবীর
২০১০ সালে প্রকাশ ঝাঁ’র রাজনীতি ছবিটিতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। তবে আগের ছবির ভক্তদের জন্য এবার দুঃখের খবর হলো আগের ছবির সিক্যুয়েল রাজনীতি-২ তে থাকছেন না রণবীর। তবে ক্যাটরিনা ঠিকই তার জায়গা পোক্ত করে রেখেছেন। কারণ আবারো তাকে দেখা যাবে এই ছবির সিক্যুয়েলে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক প্রকাশ ঝাঁ।
নতুন ছবিতে রণবীরের চরিত্র সমর প্রতাপ সিংকে দেখা যাবে ভারত ছেড়ে যেতে। অন্যদিকে ক্যাটরিনার ইন্দু চরিত্রকে দেখা যাবে তার গর্ভে তার মৃত স্বামী পৃথ্বী প্রতাপ সিং’র সন্তান। এই সন্তানকে নিয়ে লড়াকু জীবনের গল্পে নির্মিত হচ্ছে রাজনীতি-২। মূলত ভারতের রাজনীতিতে সোনিয়া গান্ধীর ছায়া অবলম্বনেই তৈরি হচ্ছে ছবিটি।
মন্তব্য চালু নেই