আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘হরতাল অবরোধ আর পেট্রোলবোমা মেরে লাভ নেই। আগামী ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার পাশাপাশি হরতাল অবরোধ ডেকে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান দক্ষ সরকার তাদের প্রতিহত করতে পেরেছে। এ কারণে তাদের হরতাল অবরোধে সাধারণ মানুষের কোনো সাড়া নেই।’

তিনি বলেন, ‘দেশের কোথাও হরতাল অবরোধ কেউ মানছে না। বিএনপি দেশের ভালো চায় না। এ কারণে পাবলিক পরীক্ষার সময়ও হরতাল অবরোধ দিয়ে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার পায়তারা করছে।’

স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাপদক মজিবর রহমান মজনু, শিবগঞ্জ উপজেলা আ্ওয়ামী লীগের সভাপতি আজিজুল হক প্রমুখ।

এর আগে মন্ত্রী স্কুল প্রাঙ্গনে ভাষা সৈনিক বাহাউদ্দিন পাঠাগার এবং সংগ্রহশালার উদ্বোধন করেন।



মন্তব্য চালু নেই