রাজনীতিতে আসছেন জাকারবার্গ!

ফেসবুকের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ রাজনীতিতে যুক্ত হতে চান এবং এ বিষয়ে শিখতে অনেক আগ্রহী। উইকিলিকসের মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া হিলারীর মেইলের একটি ছিল এমন। হিলারীর নির্বাচনী টিমের উচ্চপদস্থ কর্তাব্যক্তি জন পোদেস্তার কাছে ফেসবুকের প্রধান পরিচলন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ এ মেইল পাঠান। তাতে দেখা যায় যে মার্ক রাজনীতিতে যেতে আগ্রহী। মার্ক মনে করেন রাজনীতিতে গেলে তিনি অভিবাসন, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা প্রভাবিত করতে পারবেন।

গত বছর আগস্টের দিকে পাঠানো একটি মেইলে স্যান্ডবার্গ পোদেস্তাকে লেখেন, ‘মানবকল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডের পরবর্তী ধাপ হিসেবে মার্ক কি করবে সেটা জানার জন্য সে খুবই আগ্রহী। এ ব্যাপারে সাহায্য করার জন্য তোমার চেয়ে ভালো অবস্থানে আর কে আছে।’

শেরিল আরও লিখেন, ‘তুমি জান সে খুবই তরুণ এবং জানার ব্যাপারে খুবই ক্ষুধার্ত। সে সবসময়ই শেখার চেষ্টায় থাকে।’

সেই মেইলটিতে আরও উল্লেখ করা হয় ‘অভিবাসন, শিক্ষা ও বিজ্ঞানের মৌলিক গবেষণা’ এমন পলিসি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য রাজনীতিতে অংশগ্রহণ প্রয়োজনীয় বলে মনে করেন মার্ক।

সূত্র: ডেইলি মেইল



মন্তব্য চালু নেই