‘রাজধানীর ঈদ জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে র‌্যাব’

পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় রাজধানীর প্রত্যেকটি ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পর্যাপ্ত র‌্যাব সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে শুক্রবার সকালে তিনি এ তথ্য জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘ঈদে মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে র‌্যাব। প্রতিবারের মতো এবারও ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি, ভিআইপি ও ভিভিআইপি অতিথিরা নামাজ আদায় করবেন। র‌্যাবের ভেহিকল স্ক্যানারের মাধ্যমে ঈদ জামাতে আসা সকল গাড়ি তল্লাশি করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জাতীয় ঈদগাহসহ দেশের বিভিন্ন বড় বড় ঈদের জামাতে র‌্যাবের তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’

জাতীয় ঈদগাহসহ রাজধানীর ৩০০টি ঈদের নামাজের জামাতে র‌্যাব সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানিয়েছেন বেনজীর আহমেদ।



মন্তব্য চালু নেই