রাজধানীর আতংক ডন ৪ সহযোগীসহ নিহত!

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ‘প্রথম আলো’র প্রধান শিরোনাম ‘রাজধানীর আতংক ডন ৪ সহযোগীসহ নিহত’। প্রকাশিত সংবাদের সঙ্গে ছাপা হয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক ডনের ছবি।

একটু ভালো করে তাকালে দেখা যায়, প্রথম আলোর গেটআপে পত্রিকাটির নাম ‘দেশের আলো’। বোঝা গেল, মজা করার জন্যই কেউ প্রথম আলো পত্রিকায় এডিট করে ডনের ছবি বসিয়ে ‘দেশের আলো’ নাম দিয়ে অভিনেতা ডনের এ সংবাদটি প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি নিয়ে চলছে নানা রকম চটকদার মন্তব্য। চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ছবিটি প্রকাশ করে ক্যাপশানে লিখেছেন, ‘খবর আছে’। ছবিটি তিনি ডনের ফেসবুকে আইডিতেও ট্যাগ করেন।

ইমাম হোসেন সজিব নামের একজন লিখেছেন, ‘কুয়াইক এক্সপ্রেস দিয়ে সুন্দর করে এডিট করেছেন। কিন্তু ছোট্ট করে ‘প্রথম আলো’ লেখাটা রয়ে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিনেতা ডন বলেন, ‘আমি ঢাকার বাইরে আছি। এটা আমি এখনও দেখতে পারিনি। অনেকেই তো আমাদের নিয়ে মজা করেন। আবার সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করি বলে সবাই আমাদের খারাপ মানুষও মনে করেন।’

সবার উদ্দেশ্যে ডন বলেন, ‘সিনেমায় অভিনয় আর ব্যক্তিগত জীবন তো আলাদা। অনেকে মজা করে আমাদের নিয়ে এমন অনেক হাসিঠাট্টা করেন। এগুলো কখনও কখনও আমাদের ব্যক্তিজীবনের জন্য সমস্যার সৃষ্টি করে। সবার কাছে অনুরোধ করব, মজা করতে গিয়ে যেন আমাদের ব্যক্তিত্বে আঘাত না করা হয়।’



মন্তব্য চালু নেই