রাজধানীতে ৬ ‘জেএমবি সদস্য’ আটক

রাজধানীতে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি- আটকদের মধ্যে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর ফাহীমও রয়েছেন, বাকিরা নিষিদ্ধঘোষিত ওই সংগঠনের সদস্য।

রাজধানীর উত্তরায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবির ভারপ্রাপ্ত আমীর ফাহীমসহ ছয় জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে বিভিন্ন সাংগঠনিক বই ও লিফলেট উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই