রাজধানীতে হাসপাতালে তিন শিশুর মৃত্যু, চিকিৎ​সক নেই

চিকিৎসক না থাকায় রাজধানীতে এক হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে। লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাত নয়টা থেকে ১২টার মধ্যে ওই শিশু তিনটির মৃত্যু হয়।

আজ শনিবার সকালে হাসপাতালটিতে গিয়ে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। আতঙ্কিত অভিভাবকেরা অসুস্থ শিশুদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, কোনো চিকিৎসক নেই। হাসপাতালটি ফাঁকা পড়ে আছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে একজন সেবিকা বসে আছেন। সেখানে একজন শিশু চিকিৎসাধীন।

শিশুটির স্বজন এহসানউদ্দিন বলেন, তাঁরা হাসপাতাল থেকে শিশুটিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কারণ তাঁরা জানতে পেরেছেন গত চার দিনে হাসপাতালে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালে তিনজন শিশুকে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে। তাঁদের অভিভাবকেরা আতঙ্কিত। হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান তিনজন শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।ঢাকাটাইমস



মন্তব্য চালু নেই