রাজধানীতে হঠাৎ হিমেল হাওয়া, কিছুটা স্বস্তি
রাজধানীতে হঠাৎ দমকা ও হিমেল হাওয়া বইছে। এতে বিপর্যস্ত নাগরিক জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় এই দমকা ও হিমেল হাওয়া বইতে শুরু করে। বিকেল ৫টা ১২ মিনিটে এ রিপোর্ট লেখার সময়ও হাওয়া বইছিল। এতে নাগরিক জীবনে খানিকটা স্বস্তি মিললেও ধুলাবালি বিড়ম্বনায় ফেলে দেয় নাগরিকদের।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, শিগগির বৃষ্টি নামতে পারে। তখন তাপমাত্রা কমে যাবে। দূর হবে চরমভাবাপন্ন অবস্থা।
এর আগে শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দেয় বিকেল থেকে ঢাকার তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত বৃহস্পতিবার ঢাকায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি গত ৫৪ বছরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এ ছাড়া বেশ কিছুদিন ধরেই রাজধানীর অধিকাংশ এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭-৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে দুর্বিষহ গরমে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।
মন্তব্য চালু নেই