রাজধানীতে সেনা কর্মকর্তার মাকে হত্যা : দুজন আটক

রাজধানীর উত্তরায় এক সেনা কর্মকর্তার মাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল শুক্রবার রাতে ওই দুজনকে আটক করা হয়।

আটক দুজন হলেন লায়লা আক্তার লাবণ্য ও গোলাম নবী আবু।

আজ শনিবার সকালে র‍্যাব ১-এর কমান্ডার তুহিন রহমান মাসুদ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৪ জুন সেনা কর্মকর্তার মা মনোয়ারাকে গলা কেটে হত্যা করা হয়।



মন্তব্য চালু নেই