রাজধানীতে ‘শীর্ষ সন্ত্রাসী’ জনিসহ আটক ৯
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে পিস্তলসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ জনিকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া যাত্রাবাড়ী থেকে ডাকাত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার, চাপাতি, ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী জনি এবং ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার, চাপাতি, ছুরি, পিস্তল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই