রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুত্তা জহির নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জহির ইসলাম বিজয় ওরফে কুত্তা জহির (৩২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
নিহত জহির বাড্ডার আনন্দনগর এলাকার সাদেক আলীর ছেলে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক রুম্মন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দেড়টার দিকে বাড্ডা তিনশ ফুট রাস্তার সানভ্যালি আবাসিক প্রপার্টিজের সাইনবোর্ডের পাশে র্যাব-১ এর একটি দল অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জহির ও তার সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ জহির গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে র্যাব একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে। এ বন্দুকযুদ্ধে একজন র্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহির একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র মামলা রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই