রাজধানীতে বিপুল জাল নোটসহ আটক ৮
রাজধানীতে ৫২ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ আটজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় দুটি ভবনে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে ৫২ লাখ টাকার সমপরিমাণ জাল নোট ও জাল নোট বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মোহাম্মদ ইউসুফ আলী আরো বলেন, আসন্ন ঈদ সামনে রেখে চক্রটি জাল নোট বানানোর কাজ শুরু করেছিল। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য চালু নেই